2015-10-19_3_302352

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ ঢাকা ২০১৫: অবিস্ফোরিত পারমানবিক বোমার তেজস্ক্রিয়তায় দূষিত ভূমি যুক্তরাষ্ট্রের পরিস্কার করার ব্যাপারে ওয়াশিংটন ও মাদ্রিদ নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে ৷ ১৯৬৬ সালে স্পেনের একটি স্থানে দুর্ঘটনাবশতঃ এসব পারমানবিক বোমা পড়ে৷ সোমবার এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়৷ওই বিবৃতিতে বলা হয়, পলোমারেস এলাকাকে তেজস্ক্রিয়তা মুক্ত করতে এবং যুক্তরাষ্ট্রের যথাযথ স্থানে দূষিত মাটি সরিয়ে ফেলার ব্যবস্থা করতে একটি বাধ্যতামূলক সহযোগিতা চুক্তি করতে উভয় পৰ পুনরায় আলোচনা চালাতে আগ্রহী৷