11627

দৈনিকবার্তা-রাজশাহী, ২১ অক্টোবর ২০১৫: বহু নারী সত্মন ক্যান্সারে ভুগছেন এবং এই রোগের ভয়াবহ পরিণতি রোধে সময়োচিত ও যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া প্রয়োজন৷ বুধবার বাংলাদেশ সত্মন ক্যান্সার সচেতনতা ফোরাম পদ্মা রোটারী ক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের সহায়তায় সাহেববাজার জিরো পয়েন্টে সত্মন ক্যান্সার সচেতনতা দিবস-২০১৫ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে৷আলোচনা সভায় বক্তারা বলেন, ক্রমশ সত্মন ক্যান্সারের বিসত্মার ঘটছে৷ অতএব, এটি প্রতিরোধে জনসচেতনতা কার্যকর উপায় হতে পারে৷তারা আরো অভিমত ব্যক্ত করেন যে, তারা বলেন, অথচ আগেভাগে শনাক্ত করার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা যায় এবং এ জন্য জনসচেতনতা প্রয়োজন৷

রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. মঞ্জুরুল হক, সহযোগী অধ্যাপক ডা. হাবিবুলস্নাহ তালুকদার ও পদ্মা রোটারী ক্লাবের সভাপতি আব্দুল মান্নান অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন৷ডা. ঘাবিবুল্লাহ তালুকদার বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ক্যান্সার সংশিস্নষ্ট রোগে নারীদের মৃতু্যর সবচেয়ে বড় কারণ সত্মান ক্যান্সার৷ সুতরাং আগেভাগে শনাক্ত করা এবং সত্মন ক্যান্সার প্রতিরোধে দ্রুত যথাযথ চিকিত্‍সা নেয়া খুবই গুরুত্বপূর্ণ৷তিনি এ জন্য জনসচেতনতা সৃষ্টির ওপর গুরম্নত্বারোপ করেন৷ তিনি আরো বলেন, এ দেশে প্রতিবছর প্রায় ১৫ হাজার নতুন সত্মন ক্যান্সার রোগী শনাক্ত হয়৷