Jhenidah protima bisarjon photo 23-10-15

দৈনিকবার্তা- ঝিনাইদহ, ২৩ অক্টোবর ২০১৫: ঝিনাইদহে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো হিন্দু ধর্মালম্বীদের দুর্গোৎসব। শুক্রবার বিকেলে জেলা শহরের পুজা মন্ডপের প্রতিমাগুলো নবগঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়। একইভাবে জেলার অন্য ৬টি উপজেলায়ও পৃথক স্থানে প্রতিমা বিসর্জন দিতে দেখা যায়। বিকেলে শহরে মদন মোহন পাড়ার নবগঙ্গা নদীর তীরে বারোয়ারী পূজা মন্ডপের প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শুরু হয় বিসর্জন। সেসময় ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খলিল আহম্মেদ, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ্য খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কনক কান্তি দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফুল্ল কুমার। প্রতিমা বিসর্জনের সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কাবস্তায় ছিল।