hanif-mp

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ অক্টোবর ২০১৫: রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানের বোমা বিস্ফোরণে বিএনপি-জামায়াত মদদ দিতে পারে বলে বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ দলটির দাবি, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, দেশের অগ্রযাত্রাকে যারা ব্যাহত করতে চায়, তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে৷ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন৷ জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় সমাবেশকে সামনে রেখে এ যৌথসভা হয়৷

হোসনি দালানে বোমা বিস্ফোরণ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, এ ঘটনার বেনিফিশিয়ারি কারা? প্রত্যেকটা ঘটনার পেছনে একটা উদ্দেশ্যে নিহিত থাকে৷ সে উদ্দেশ্যেটা কী, মানুষকে হত্যা করা হচ্ছে কেন? যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সরকারকে অস্থিতিশীল করতে চায়, যারা সরকারের উন্নয়ন যাত্রায় ঈর্ষাবোধ করে, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, তারা এ ধরনের হত্যাকাণ্ডে মদদ দিতে পারে৷ তাঁদের যোগসূত্র থাকতে পারে৷ যেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে৷ সেই শক্তি কারা? এটা দেশবাসী জানে, আপনারাও জানেন৷ তারা হলো জামায়াত-বিএনপি৷

হানিফ বলেন, এ ঘটনার বেনিফিশিয়ারি কারা? প্রত্যেকটা ঘটনার পেছনে একটা উদ্দেশ্যে নিহিত থাকে৷ সে উদ্দেশ্যে কী, মানুষকে হত্যা করা হচ্ছে কেন? যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সরকারকে অস্থিতিশীল করতে চায়, যারা সরকারের উন্নয়ন যাত্রায় ঈর্ষাবোধ করে, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, তারা এ ধরনের হত্যাকাণ্ডে মদত দিতে পারে৷ এটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে৷ সেই শক্তি কারা? এটা দেশবাসী জানে, আপনারাও জানেন৷ তারা হলো জামায়াত-বিএনপি৷ হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত বলে আইন-শৃঙ্খলা বাহিনীও মনে করে বলে দাবি করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক৷

তিনি বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুন না কেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে৷ ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর কেউ না ঘটাতে পারে সেজন্য তাদের শাস্তি দিতে হবে৷ আমরা চাই সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসুক৷হানিফ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি৷

যৌথসভায় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ৷ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথ সভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ আর যৌথসভা হয় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় সমাবেশকে সামনে রেখে৷