news_img

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ অক্টোবর ২০১৫: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, টিআইবি নির্বাচনের নতুন ফমর্ুলা দিয়ে জনগণকে বিভ্রানত্ম করার চেষ্টা করছে৷ তিনি সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷ ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালনের প্রস্তুতি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়৷

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে আয়োজিত সভায় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেম (অব.) এবি তাজুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন৷ মাহবুব-উল আলম হানিফ বলেন, টিআইবির প্রকাশিত একটি রিপোর্ট দেখে আমরা অবাক হলাম৷ তারা বলছে, সংসদ নাকি কার্যকর নয়৷ আমি তাদেরকে বলতে চাই, ‘বর্তমান বিরোধী দল সংসদে যথাযথ ভূমিকা পালন করে চলেছে৷ তারা সরকারের বিভিন্ন বিষয়ে কঠোর বিরোধিতা করে যাচ্ছে৷ কিন্তু বিএনপি যখন বিরোধী দলে ছিল, তখন তারা সংসদে অশালীন ও অশ্লীল বাক্য ব্যবহার করতো৷

বিদেশি নাগরিকদের হত্যাসহ কয়েকটি ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিদেশি নাগরিকদের হত্যা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ৷ সরকারকে বিপদে ফেলা ও ভাবমর্তি বিনষ্ট করতেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে৷ টিআইবিও একইভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ দেশে জামায়াত-বিএনপির বাইরে আর কোনো জঙ্গি সংগঠন নেই- এ কথা উলেস্নখ করে হানিফ বলেন, বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠনের অস্তুিতত্ব নেই৷ জঙ্গি বলতে যা বুঝায়, তা হলো জামায়াত-বিএনপির কর্মকান্ড৷