হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনা আটক

দৈনিকবার্তা-ঢাকা, ০৬ নভেম্বর ২০১৫: কাস্টমস কর্তৃপক্ষ আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি ওজনের ১২০ পিস সোনার বার উদ্ধার করেছে। এ ব্যাপারে কেউ গ্রেফতার হয়নি। উদ্ধারকৃত সোনার বারের মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস কর্মকর্তাগণ সকাল ৮টা ১৬ মিনিটে কুয়ালালামপুর থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইটের (আর এক্স-৭৮৩) সিট কভারের নিচ থেকে এই সোনা আটক করে।

কাস্টমস কর্মকর্তা জানান, খবর অনুযায়ী কাস্টমস কর্মকর্তাগণ অবতরণের সাথে সাথে বিমানটিকে নজরদারিতে রাখেন এবং বিমানের ভিতর থেকে সোনা উদ্ধার করেন। উদ্ধারকৃত সোনা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।