দলবল নিয়ে হামলা
দৈনিকবার্তা-তানোর, ০৮ নভেম্বর ২০১৫: তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাবু সরদার তুলকালাম কান্ড ঘটিয়েছে। সেচ্ছা শ্রমে মসজিদ নির্মান কাজ শুরুর সময় দলবল নিয়ে হামলা চালিয়ে ৩জনকে পিটিয়ে আহত করেছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মৃত জারদিস আলীর পুত্র আফজাল হোসেন (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হামপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (৪৩) ও মৃত বারু শাহ’র পুত্র দলাল (৩৪) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসময় খবর দেয়া হয়ে মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এঘটনায় তানোর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, পুলিশ, গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, মুন্ডুমালা পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকার মুন্ডুমালা দক্ষিন পাড়ার দীর্ঘদিনের পুরোনো মাটির তৈরি মসজিদটি গ্রামবাসীর উদ্দ্যোগে পাকা মসজিদ নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়। এরই প্রেক্ষিতে গত শনিবার বিকালে ভিত্তি প্রস্তর স্থাপন করে গ্রামবাসী সেচ্ছা শ্রমে মাটির তৈরি মসজিদটি ভেঙ্গে মাটি কাটার কাজ শুরু করেন। হটাৎ রাত ৯টার দিকে মুন্ডুমালা পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু সরকার ও তার ভাই মাসুদ সরকার দলবলসহ লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা চালিয়। এসময় সেখানে তুলকালাম কান্ড ঘটে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং আহতদের ১জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অপর ২জনকে মুন্ডুমালা উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে প্রবীন আ’লীগ নেতা ও মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক লুৎফর রহমান বলেন, দীর্ঘদিনের পুরোনো মসজিদটি গ্রামবাসীর উদ্দ্যোগে ভেঙ্গে পাকা করার কাজ চলছিল এঅবস্থায় কাউন্সিলর বাবু ইসান্নিত হয়ে কোন কারণ ছাড়াই দলবল নিয়ে হামলা চালিয়েছে, তিনি আরো বলেন, এর আগে মুন্ডুমালা পৌর কার্যালয়েও একই কায়দায় হামলা চালিয়ে ভাংচুর করেছিল, তার বিরুদ্ধে একাধীক অভিযোগ থাকলেও প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়না বলেও দিনদিন তার তান্ডব বেড়েই চলেছে। যোগাযোগ করা হলে মুন্ডুমালা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু সরকার সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।