আব্দুল্লাহ-আল-নোমান

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ নভেম্বর ২০১৫:  বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর তথ্য বিশ্বাসযোগ্য নয়। তারপরও যদি সরকার সরিয়ে ফেলে তা হবে সংসদীয় রাজনীতির পরিসমাপ্তি।শনিবার দুপুরে তরুণ দলের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। তরুণ দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকীসহ প্রায় শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।তিনি বলেন,জিয়া শুধু বিএনপির প্রতিষ্ঠাতা নয়। তিনি একজন মুক্তিযোদ্ধা। জিয়ার মাজার সরানো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এটা একটি অরাজনৈতিক কর্মকাণ্ড।তাই মাজার সরানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার পাশাপাশি দেশের জাতীয় সংকট মোকাবেলায় উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।তিনি বলেন,বিএনপি কোনো ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রে বিশ্বাসও করে না। অথচ সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একর পর এক ষড়যন্ত্র করছে।