6bd327ec839979a7a0e77d9b9f19dcad

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ নভেম্বর ২০১৫: বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৬ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে প্যারিস হামলায় সন্দেহভাজন বন্দুকধারী সালাহ আবদে সালাম এখনো পলাতক রয়েছেন। তাকে আটক করা সম্ভব হয়নি। রোববার রাজধানী ব্রাসেলস ও শার্লেরয় সব মিলিয়ে ২২টি সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়েছিল। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রসিকিউটর এরিক ভ্যান দার সিপ্ট।সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, দেশটির মলেনবেক এলাকায় অভিযান চালানোর সময় একটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এ সময় আহত একজনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানে কোনো অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রসিকিউটর এরিক ভ্যান।

গত ১৩ নভেম্বর শুক্রবার রাতে প্যারিসে বন্দুক হামলা চালিয়ে ১শ ৩০ জনকে হত্যা করা হয়। এ সময় আহত হন আরো তিন শতাধিক মানুষ। এই হামলাকারীদের মধ্যে সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন ব্রাসেলসের আবদেসালাম। ওই হামলার পর ব্রাসেলসে জরুরি অবস্থা জারি করা হয়। প্যারিসে হামলার ঘটনার পর বেলজিয়ামে সন্ত্রাসী হামলার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী চার্লস মাইকেল জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়, স্কুল এবং শহরের সব মেট্রো সেবা বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।