মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক

দৈনিকবার্তা-গাজীপুর, ৩০ নভেম্বর ২০১৫: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, কোন যুদ্ধপরাধীর আর প্রকাশ্যে কোন দিন জানাজা বাংলার মাটিতে হবে না। আজকে যখন দেখি দেশে-বিদেশ যুদ্ধাপরাধীদের জন্য মায়া কান্না হচ্ছে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, ৭১ সালে আমাদের সহযোদ্ধারা যখন পাক হানাদারবাহিনী বা তাদের দোসরদের হাতে নিহত হয়েছেন। তখন সে সমস্ত লাশ কুকুরে, শিয়ালে, শকুনে খেয়েছে, পানিতে ভেসেছে। সেই দিন এ মানবতাবোধ কোথায় ছিল ? আমাদের সহকর্মীরা এটা পায় নাই, আমরা যা পাই নাই, যুদ্ধাপরাধীরা সেটা ভোগ করবে এটা হতে পারে না। তিনি সোমবার বিকালে গাজীপুর জেলা শহরে গাজীপুর জেলা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যে অসাম্প্রদায়িক রাষ্ট্র অর্থাৎ সব ধর্মের ধর্মীয় স্বাধীনতা থাকবে , যার যার ধর্ম সে পালন করবে, প্রত্যেকটা নাগরিক- নাগরিক হিসেবে আমরা সমান সুবিধা ভোগ করব এটাই ছিল বঙ্গবন্ধুর অঙ্গীকার। গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার কাজী মোজাম্মেল হক প্রমুখ।