2015_12_03_14_12_33_npntmkR5XOwF8jbN07ZusNN0njqUAN_original

দৈনিকবার্তা-ঢাকা, ০৩ ডিসেম্বর ২০১৫: ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় একদিকে ভারতের সেনাবাহিনীর ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। অপরদিকে পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্র প্রস্তুত করছিল যেন প্রয়োজনে ব্যবহার করা যায়। সেসময় সিআইএ তৎকালিন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে এ ব্যাপারে সতর্ক করেছিলেন। যুদ্ধের বহু বছর পর বুধবার এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের এক সাবেক উর্ধ্বতন কর্মকর্তা।১৯৯৯ সালের ৪ জুলাই মাসে ক্লিনটনকে সিআইএর প্রতিদিনের গোপনীয় সংঘবদ্ধ বিবৃতির অংশ হিসেবে প্রেসিডেন্টকে এ তথ্য জানানো হয়েছিল। সেসময় প্রেসিডেন্ট বিল ক্লিনটন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত করেছিলেন।১৯৯৯ সালের জুলাইর ৪ তারিখ সকালে সিআইএ নিজেদের সর্বোচ্চ গোপনীয় প্রাত্যহিক এক বিবৃতিতে জানানো হয়েছিল, পাকিস্তান সম্ভাব্য প্রয়োজনে ব্যবহারের জন্য নিজেদের পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিয়েছিল।