74483_130

74483_130দৈনিকবার্তা-ঢাকা, ০৩ ডিসেম্বর ২০১৫: রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে এক নারী রোগীকে যৌন নিপীড়নের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে বৃহস্পতিবার দুপুরে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে ৭ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে ওই ঘটনায় জড়িত হাসপাতালের স্টাফ নার্স সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে হাজির করতে গুলশান পুলিশের সহকারী কমিশনার (এসি) ও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।সাইফুলের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- রুলে তাও জানতে চেয়েছে আদালত।

বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়।স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের আইজি, ডিসি নর্থ, এসি গুলশান, থানার ওসি ও হাসপাতালের ব্যবস্থপনা পরিচালককে সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।দৈনিক যুগান্তর ও একাত্তর টেলিভিশনে প্রচারিত সংবাদ বিবেচনায় নিয়ে আদালত এ আদেশ দেয়। এসময় আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেন সাইফুল।হাসপাতাল কর্তৃপক্ষ এর মধ্যে তাকে বরখাস্ত করেছে বলে যুগান্তরের ওই প্রতিবেদনে বলা হয়েছে।