2015-12-04_6_339383

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ ডিসেম্বর ২০১৫: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বিজ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করার সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সোসাইটির যৌথ আয়োজনের এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের প্রমুখ।বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সোসাইটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ হাদিউজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সচিব অধ্যাপক ড. ফিরোজা হোসেন।শিল্প ও কৃষিক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ডের বিবরণ তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজনীয়তা অপরিহার্য। খাদ্যের যোগান আসে উদ্ভিদ থেকে। এ জন্য উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে হবে। দু’দিনব্যাপী এ সম্মেলন শনিবার শেষ হবে।