07-12-15-PM_Cabinet-2

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ ডিসেম্বর ২০১৫: বিমানবন্দরে ভিআইপিদের সঙ্গে অতিরিক্ত লোক আর প্রবেশ করতে পারবে না। এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স দেখাতে বলেছেন।সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় বেসমারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বিমানবন্দরে ভিআইপিদের সঙ্গে অনেকে ঢুকে পড়েন এবং এ ক্ষেত্রে নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে- একথা বললে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন। বৈঠকের বিশ্বস্ত একটি সুত্র একথা জানিয়েছে। তিনি বলেন, ওখানে আইনের বাইরে কাউকে অ্যালাউ করার সুযোগ নেই। আইন অমান্য করে কেউ প্রবশে করলে তাকে গ্রেপ্তার করার কথাও বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে পদ্মা সেতুর মূল কাজ উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রিসভার সদস্যদের যোগদানের জন্য দাওয়াত দিলে আলোচনায় পদ্মাসেতু প্রসঙ্গ চালে আসে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাকেসহ তার পরিবারের সদস্যদের পদ্মাসেতুর দুর্নীতে জড়ানোর চেষ্টা করা হয়েছিল। কিন্ত আদালতে প্রমাণ হয়েছে সেখানে কোনো দুর্নীতি হয়নি। বরং কানাডার আদালত বিশ্বব্যাংকের কাছে জানতে চেয়েছে কিসের ভিত্তিতে তোমরা মামলা করেছো তার প্রমাণ দাও। কিন্ত বিশ্বব্যাংক তা দিতে পারেনি।এদিকে মন্ত্রণালয়ে যেসব প্রকল্প হাতে নেয়া হয়েছে তা আরো সুষ্ঠু, সুন্দরভাবে সম্পন্ন করার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে ভবিষ্যতে সরকার আরো সফলভাবে দাঁড়াতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।এছাড়া কাঁচাপাট ঢালাওভাবে রফতানি বন্ধ না করার জন্যও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।