aqIsAQlyayqQ

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ জানুয়ারি ২০১৬: সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজ হেরে বাংলাদেশে খেলতে এসেছে সফরকারী জিম্বাবুয়ে। চার ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুটিতে হেরে (২-০) পিছিয়ে পড়েছে সফরকারীরা। তারপরও আফগানিস্তানের বিপক্ষে হারা সিরিজ থেকেই প্রেরণা খুঁজছে জিম্বাবুয়ে। সাহস যোগাচ্ছে আরব আমিরাতের শারজাহ ভেন্যুর স্মৃতি। বুধবার খুলনায় অনুষ্ঠিত হবে তৃতীয় টি২০ ম্যাচ।গত বছরের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হারলেও দুই ম্যাচের টি২০ সিরিজ (১-১) ড্র করে দেশে ফিরেছিল এলটন চিগুম্বুরারা। তবে এবার চার ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুটিতে হারায় মঙ্গলবার দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেছে জিম্বাবুয়ে দল। তবে অনুশীলনের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জিম্বাবুয়ে দলের নির্বাচক ক্যানিওন জিল।খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: চার ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে ২-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা। যে কারণে সামনের দু’ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী তারা।

বুধবার সিরিজের ৩য় ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেশ ফুরফুরে মেজাজে হেসে খেলে অনুশীলন করতে দেখা গেছে লাল-সবুজের দলকে।জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে আরও একবার বিভিন্ন অনুশীলনে নিজেদের দক্ষতাকে বাড়িয়ে নিলেন তারা।সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ তিনঘণ্টা প্রথমে ফুটবল এরপর ফিল্ডিং, ক্যাচ, বোলিং ও ব্যাটিং অনুশীলন করে মাশরাফি বাহিনী।ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ ২০ জানুয়ারি (বুধবার) বিকেল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে, ওয়ালটন টি-২০ ক্রিকেট সিরিজের আর বাকি দুই ম্যাচ। প্রথম দুই ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ ভুলে সিরিজে ঘুরে দাঁড়াতে কঠোর অনুশীলনে ঘাম ঝড়ালেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা।মঙ্গলবার বিকেলে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে অনুশীলন করেন তারা।ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের তিন বিভাগেই জিম্বাবুয়ের ক্রিকেটাররা নিজেদের ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন।ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ ২০ জানুয়ারি বিকাল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।