কারিগরি দক্ষতা বৃদ্ধিখাতে ঋণ দেবে বিশ্বব্যাংক

দৈনিকবার্তা-ঢাকা, ২১ জানুয়ারি ২০১৬: বাংলাদেশের কারিগরি প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সিং প্রজেক্ট (এসটিইপি) প্রকল্পের আওতায় সহজ শর্তে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি-২ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক চুক্তি হয়।বাংলাদেশের পক্ষে ইআরডি অতিরিক্ত সচিব কাজী শফিকুল ইসলাম ও বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের এ্যাক্টিং কান্ট্রি ডাইরেক্টর মার্টিন রামা চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ইআরডি সচিব বলেন, স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সিং প্রজেক্ট (এসটিইপি)’ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে কারিগরি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমে প্রশিক্ষণের মানোন্নয়ন করা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ডিপ্লোমা ও স্বল্প মেয়াদি প্রশিক্ষণের কর্মবাজারের নিয়োগ উপযোগী করা। এছাড়া, স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম বাজার উপযোগী দক্ষ জনশক্তি গঠনে ভূমিকা পালন করা।তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করতে অত্যন্ত নমনীয় শর্তে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এ ঋণ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ বছরে শূন্য দশমিক ৭৫ ভাগ হারে সার্ভিস চার্জ দেয়ার মাধ্যমে ৩৮ বছর সময় নিয়ে পরিশোধ করা যাবে।