1068467f3894bdff96b5be9f617ab6b4-Russian-airstrikes-in-Syria

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি ২০১৬: সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি টাউনে সম্ভাব্য রুশ বিমান হামলায় নয় শিশুসহ অন্তত ৬৩ জন নিহত হয়েছেন।রোববার এ খবর জানিয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য-ভিত্তিক গোষ্ঠী ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। গোষ্ঠীটি জানায়, শনিবার দেইর আল জোর শহরের নিকটবর্তী খাশাম টাউনে চালানো বিমান হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। গত ৪৮ ঘন্টায় ওই এলাকার বেশ কয়েকটি শহরে ধারাবাহিক বিমান হামলা চালানো হয়, এতে আরো বহু লোক নিহত হয়।

গত কয়েকদিন ধরে ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা দেইর আল জোর প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা পরিচালনা করছে রুশ বোমারু-বিমানগুলো। পাশাপাশি সিরিয়ার সরকারপন্থি বাহিনীগুলোও আইএসের যোদ্ধাদের সঙ্গে লড়াই শুরু করেছে।দেইর আল জোর শহরের সরকারি বাহিনী দখলে থাকা এলাকাগুলো ছাড়া বাকী অংশগুলোও মার্চ থেকে আইএসের দখলে আছে। সরকারি বাহিনীর দখলে থাকা এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে আইএস যোদ্ধারা। গত সপ্তায় ওই এলাকায় ব্যাপক হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা ও অপহরণ করে জঙ্গিরা। তারপর থেকেই প্রদেশটিতে ব্যাপক বিমান হামলা শুরু করে রুশ বাহিনী। গত দুইদিনে যুদ্ধবিমানগুলো আইএসের কথিত রাজধানী রাক্কা শহরেও ব্যাপক বিমান হামলা চালায়। এতে শহরটিতে অন্তত ৪৪ জন নিহত হন বলে জানিয়েছে অবজারভেটরি।