কপিলমুনি সরস্বতী প্রতিমার হাট

দৈনিকবার্তা-পাইকগাছা (খুলনা), ১১ ফেব্রুয়ারি ২০১৬: আগামীদিন শনিবার সনাতন ধর্মাম্বলী বিশ্বাস মতে বিদ্যার দেবী সরস্বতী পূজা। খুলনার পাইকগাছা উপজেলার বৃহত্তম প্রতিমা বিক্রির হাটে পূজা উলক্ষে এবার প্রচুর সরস্বসী প্রতিমা উঠেছে। সারি সারি প্রতিমা সাজিয়ে বসে আছে বিক্রিতারা। ক্রেতা বলছে অন্য বারের তুলনায় এবার দামটা একটু বেশি। তবে দামের বেশী হলেও ক্রেতার সংখ্যা কম নয়। বিক্রিতা বলছে প্রতিমা তৈরী উপকরণের দাম বেশী হওয়ায় প্রতিমার দাম গতবারের তুলনায় একটু বেশী।

আগামী ১৩ ফেব্র“য়ারি সারা দেশের ন্যায় উপজেলায় শুভ্রবসনা, সুরেশ্বরী ও বিদ্যার দেবী সরস্বতী পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। সে লক্ষে কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতি চত্বরে বসেছে সরস্বতী প্রতিমার হাট। বৃস্পতিবার সরস্বতী প্রতিমার হাটে গেলে চোখে পড়ে সারি সারি প্রতিমা সাজানোর এক অপরূপ সৌন্দর্য্যরে দৃশ্য। এবার কপিলমুনিতে পূজার আয়োজন করেছে কলেজ, সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ, হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ, মেহেরুন্নেছা বলিকা উচ্চ বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া ব্যক্তি উদ্যোগেও শিক্ষার্থীদের বাড়ীসহ বিভিন্ন স্থানে পূজার আয়োজন চলছে। প্রতিমা বিক্রেতা গোষ্ট পাল জানান, এবার প্রতিমা গুলো নড়াইল থেকে পাইকারী মূল্যে আমদানী করেছি, তাই দামটা একটু বেশি। বড় গুলো ১০০০ থেকে ১৫০০, আর ছোট গুলো ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছি।