মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ লক্ষ্মণ

বাংলাদেশের ওেপসার মুস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ ভারতের সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। মুস্তাফিজকে সানরাইজার্স হায়দরাবাদের জন্য ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।এক বছরেরও কম সময় আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মুস্তাফিজের। এত অল্প সময়ের মধ্যে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছেন এই বাঁহাতি পেসার। আইপিএল-এ খেলতে গিয়ে ট্রেন্ট বোল্টের মতো বোলারকে বেঞ্চে বসিয়ে রাখছেন তিনি। সানরাইজার্সের জন্য ডেথ ওভারে এক শক্তিশালী বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

গত কয়েক সপ্তাহ মুস্তাফিজের সঙ্গে কাজ করে লক্ষ্মণ বলেছেন, অনেক প্রতিভাবান ক্রিকেটার চাপের মধ্যে নিজের সেরাটা দেখাতে পারেন না। কিন্তু মুস্তাফিজ এই কাজটি নিয়মিত করে যাচ্ছেন। সে খুবই আত্মবিশ্বাসী। তার কাজের নীতি খুবই চমৎকার।কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে তিনি আরো বলেন, সে তার দক্ষতা বৃদ্ধির জন্য পরিশ্রম করেন। সেজন্যই আমি মনে করি, আন্তর্জাতিক ক্রিকেটে শুধু প্রথম বছরই নয়, দীর্ঘ দিন তিনি সাফল্য পাবেন।২০ বছর বয়সী মুস্তাফিজকে নিয়ে সানরাইজার্স দলের মেন্টর লক্ষ্মণ আরো বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে যার একটি বছরও পার হয়নি, এরই মধ্যে এমন দক্ষতা যা সে দেখিয়েছে, তা সত্যিই চমৎকার।