ইরাকে প্রায় অর্ধেক এলাকার দখল হারিয়েছে আইএস -পেন্টাগন
ইরাক ও সিরিয়ায় অব্যাহতভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এর অংশ হিসেবে ইতোমধ্যে ইরাকে এক সময় দখল করে নেয়া ভূখন্ডের প্রায় অর্ধেকেরই নিয়ন্ত্রণ হারিয়েছে সংগঠনটি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সোমবার একথা জানিয়েছে। এর আগে পেন্টাগন বলেছিল, ইরাকে দখলে থাকা ৪০ শতাংশ ও সিরিয়ায় দখলে থাকা ১০ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে আইএস যোদ্ধারা। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ইরাকে বর্তমানে প্রায় ৪৫ শতাংশ অঞ্চলের দখল হারিয়েছে আইএস। আর সিরিয়ায় এ সংখ্যা ১৬ থেকে ২০ শতাংশ।

২০১৪ সালের শুরুতে আইএস জিহাদিরা ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়ে। এ সময় তারা ইরাকে নিরাপত্তা বাহিনীর সামান্য প্রতিরোধের মুখে পড়ে এবং গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় গোলযোগ আরো বেড়ে যায়। ২০১৪ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট আইএসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। আইএস যোদ্ধারা ইরাকের রামাদি ও হিতের নিয়ন্ত্রণ হারালেও এখনও মসুল ও ফাল্লুজাহসহ গুরুত্বপূর্ণ অন্যান্য নগরী নিয়ন্ত্রণ করছে। সিরিয়ায় আইএস যোদ্ধারা তাদের তথাকথিত খেলাফতের রাজধানী রাকা নিয়ন্ত্রণ করছে।