আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৭০

সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে যৌথভাবে ব্যাপক গোলাবর্ষণ করেছে সিরিয়ার বাশার আল আসাদ বাহিনী এবং রুশ বিমান বাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছেন অন্তত ৭০ জন।বুধবার মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।এছাড়া বিদ্রোহীদের হটিয়ে আলেপ্পোর জয়তান এবং খালাসা গ্রামটি আবার পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বাশার আল আসাদের বাহিনী।

এদিকে, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় রমজানের প্রথম সপ্তাহে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন হামলা এবং তাদের দমনে রুশ ও সিরীয় বাহিনীর অভিযানে নারী ও শিশুসহ অন্তত ২২৪ জন নিহত হয়েছেন।ব্রিটেনভিত্তিক দি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।সংস্থাটি জানায়, গত ০৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে হেলিকপ্টার হামলায় ১৪৮ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৫০ জন শিশু ও ১৫ জন নারী রয়েছেন। এছাড়া বিভিন্ন হামলায় রমজানের প্রথম সপ্তাহে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৪।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতসহ বিভিন্ন ইস্যুতে দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে। সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে হামলা-পাল্টা হামলায় প্রায় প্রতিদিন প্রাণহানির ঘটনা ঘটছে।এছাড়া, জঙ্গি গোষ্ঠী আইএসের হামলাতেও নাজেহাল হয়ে পড়েছে দেশটির জনগণ। ২০১১ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় কমপক্ষে ২ লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন দেশটির প্রায় অর্ধেক জনগণ।