fire in SIA

সিঙ্গাপুর থেকে মিলান যাওয়ার পথে সোমবার জরুরি অবতরণের সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যায়। বিমানটির ইঞ্জিন থেকে তেল সংক্রান্ত সতর্ক বার্তার পর এই ঘটনা ঘটে।বিমান কর্তৃপক্ষ একথা জানিয়েছে।এই ঘটনায় বোয়িং ৭৭৭-৩০০ইআর এর কোন আরোহী আহত হয়নি। তবে এক যাত্রী ওই মুহূর্তের বর্ণনায় বলেছেন, তার মৃত্যুর কাছাকাছি’ পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে।এসআইএ এক বিবৃতিতে জানায়, বিমানটি সিঙ্গাপুর থেকে মিলান যাওয়ার পথে ইঞ্জিন থেকে তেল সতর্ক বার্তার কারণে পাইলট এটিকে আবার সিঙ্গাপুরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হন।এতে আরো বলা হয়, চাঙ্গি বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে অবতরণের সময় এর ডান ইঞ্জিনে আগুন ধরে যায়।

বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের জরুরী বিভাগ আগুন নিভিয়ে ফেলে এবং এই ঘটনায় ২২২ যাত্রী ১৯ ক্রুর কেউই আহত হয়নি।এক যাত্রী ফেসবুকে ইঞ্জিনে আগুনের একটি ভিডিও ও আতঙ্কজনক পোস্ট দেয়।লি বি ই নামের ওই যাত্রী ফেসবুকে বলেন, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম।লি ফেসবুকে লিখেন, আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটির আকাশে থাকাকালীন তিন ঘন্টা ধরে এর ট্যাংক ফুটো হয়ে তেল পড়তে থাকে। তাই বিমানটিকে মাঝপথ থেকেই ফিরে আসতে হয়।