উদ্ধার হলো ১২ কোটি টাকার স্বর্ণহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেহ তল্লাশী করে কোমরে বাঁধা একটি বেল্টের ভেতরে থেকে ২৩ কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে এগারোটার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাত্রী আতাউল মজিবের কাছ থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

জানা যায়, ইমিগ্রেশন পার হওয়ার সময় মজিবের দেহ তল্লাশী করে কোমরে বাঁধা একটি বেল্টের ভেতরে একশ’ গ্রাম ওজনের ২শ’ ২৫টি স্বর্ণ বার এবং বেশকিছু স্বর্ণালংকার উদ্ধার করেন কাস্টম কর্মকর্তারা। যার বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছিলেন বলে জানান আটক ব্যক্তি।