09-09-16-communication-minister_saidabad-bus-terminal-10_1

গত ঈদের মতো এবারের ঈদেও ধর্মীয় উগ্রবাদীদের হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তাই সারাদেশে সম্ভাব্য হামলার স্থানে আমাদের পুলিশ সর্তক অবস্থায় রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গতকালও রাজধানীর আজিমপুরে উগ্রবাদীদের একটি আস্তানায় পুলিশ সফল অভিযান চালিয়েছে। এবারের ঈদেও এমন ঘটনা ঘটবে না এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ গত রোজার ঈদের দিন শোলাকিয়া ও তার আগে গুলশানে হামলা হয়েছে। রমজানের ঈদে হামলা হয়েছে বলে কোরবানীর ঈদে এই ধরণের ঘটনা ঘটবে না-এমন চিন্তা করা ঠিক হবে না। হামলা হতে পারে এমন সম্ভাব্য সব জায়গায় আমাদের পুলিশ সর্তক রয়েছে। যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। তিনি বলেন, ঈদের আগে দেশের আর কোন স্থানে যানজট হওয়ার সম্ভাবনা নেই। ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারবে। এসময় তার সঙ্গে সড়ক পবিরহনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।