khulna-titans

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজ হিসেবে যুক্ত খুলনা টাইটানস। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দলটির লোগো উন্মোচন করা হয়, ঘোষণা করা হয় অধিনায়কের নামও। জেমকন গ্রুপের পরিচালক আমিনা আহমেদ এদিন দলটির লোগো উন্মোচন করেন। আরেক পরিচালক কাজী ইনাম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার নেতৃত্ব দেবেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। আর কোচের দায়িত্বে থাকবেন বাংলাদেশ দলের সাবেক অস্ট্রেলীয় কোচ স্টুয়ার্ট ল।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার দলটির উপদেষ্টা হিসেবে থাকছেন। আর ম্যানেজারের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল। দলকে সাফল্য এনে দিতে আশাবাদী অধিনায়ক মাহমুদউল্লাহ। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের এই দলটি যথেষ্টই ভারসাম্যপূর্ণ। পরিকল্পনা অনুযায়ী এই দল নিয়ে আমরা যদি নিজের সেরাটা খেলতে পারি তাহলে অবশ্যই সাফল্য পাব।’ আগামী ৪ নভেম্বর শুরু হবে বিপিএলের চতুর্থ আসর। সাতটি দল এবারের আসরে খেলবে।