%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0জম্মু-কাশ্মির সীমান্তের পাকিস্তান অংশে ভারতের সফল অভিযানের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী সেদেশের কয়েক সাংবাদিককে কাশ্মির সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে নিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সফলতাকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছে। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগও এনেছে।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের দুটি গ্রামে বোমা ও গোলা বর্ষণের জন্য ভারতকে অভিযুক্ত করেছে তারা। ওদিকে ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় সংঘর্ষের আশংকায় পাকিস্তানও তার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে পাঠাতে শুরু করেছে।