%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95

সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোমবার রাতে তার অবস্থার অবনতি হলে নার্গিসকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার বিকালে নার্গিসকে ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম প্রকাশ্যে কুপিয়ে আহত করে।নার্গিসের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিটি স্ক্যান করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার চাচা আবদুল কুদ্দুস ও মামা আবদুল বাসেদ জানান, চিকিৎসরা তাদের জানিয়েছেন নার্গিসের অবস্থা সংকটাপন্ন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার মাথার নানা অংশে আঘাতে করা হয়েছে। চিকিৎসকরা দুপুর ২টার মধ্যে তার অপারেশনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছে। অপারেশনের ব্যাপারে পরিবারের সম্মতি পাওয়ার পর এরই মধ্যে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের ৭২ ঘণ্টার আগে তারা কিছুই বলতে পারবে না।

স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তারের বরাত দিয়ে নার্গিসের আত্মীয়রা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তার বাঁচার সম্ভাবনা অনেক কম। সোমবার বিকালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন নার্গিস। বিকালে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল। পরে অন্য শিক্ষার্থীরা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এমসি কলেজ পুকুর পাড়ে রাস্তার ওপর মোবাইল ফোনে ধারণ করা ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। আটক বদরুলের কয়েকজন সহযোগীও আশপাশে ছিল বলে ফেসবুকে আসা ছবির মন্তব‌্যে লিখেছেন একজন।