আগুনে পুড়েছে মনোহরি দোকান

মঙ্গলবার রাতে বগুড়া নিউ মাকের্টে ভয়াবহ আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ১৩ দোকান ক্ষতিগ্রস্থ হয়। ফায়ার সার্ভিসে কর্মীরা প্রায় ৭ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রাতে সাড়ে ১০ টার দিকে কবি নজরুল ইসলাম সড়কের পাশে বগুড়া নিউ মার্কেটের নীচতলার রনি ফেব্রিক্স নামে একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরে ওই দোকানটির ওপরে দ্বিতীয় ও তৃতীয়তলায় আগুন ছড়িয়ে পড়ে। তৃতীয়তলায় বেশি দোকান ক্ষতিগ্রস্থ হয়।এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় তলায় নীচ তলার কয়েকটি দোকানের গোডাউন রয়েছে।

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রচন্ড ধোঁয়া, ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈদ্যুতিক লাইনের সংযোগ ও অনিয়মতান্ত্রিক ভাবে স্থাপন করা এসি সহ একই ভাবে অনিয়ন্ত্রিত ভাবে গড়ে ওঠা দোকানের কারনে আগুন নেভানের কাজে ব্যপক সমস্যা হয় বলে বগুড়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জানান। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ভোর ৫টা পর্যন্ত আগুন নেভানোর কাজ করেন। বুধবার সকাল ৯টা পর্যন্ত কয়েকটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনে রনি ফেব্রিক্স ছাড়াও রনিক্লথ স্টোর , শাড়ি প্যালস,টাঙ্গাইল শাড়ি সমহার, আনিছ শাড়ি ঘর, লেডিস কর্ণার, মোমিন ক্লথ স্টোর, সহ ১৩ টি দোকান ক্ষতিগ্রস্থ হয়। এসব দোকানের সবগুলোই শাড়ি কাপড় ও মেয়েদের পোষাকের। এর মধ্যে রনি ফেব্রিক্স ও শাড়ি প্যালেসের সবচেয়ে বেশি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন ছাড়াও ধোঁয়া ও পানিতে মালামাল বিনষ্ট হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছে। বগুড়া ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষয়ক্ষতি নিপনের কাজ চলছে। বগুড়া সদর থানা পুলিশ জানিয়েছে তাদের ধারনা ২ কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে।