14-10-16-awami-league-20th-council-preparation_sohrawardi-uddyan-4

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে প্রবীণের সঙ্গে নবীনকে যুক্ত করে গঠিত হবে আওয়ামী লীগের কমিটি। শুক্রবার দলের জাতীয় কাউন্সিল স্থলের প্রস্তুতি দেখতে গিয়ে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন । তিনি আরো বলেন, যুগের সঙ্গে সঙ্গতি রেখে দলকে আরো চৌকস করা হবে।

সমাবেশে আনা ব্যানার পোস্টারে বঙ্গবন্ধু ও দলীয় সভানেত্রী ছাড়া অন্য কারো ছবি আনতে নিষেধ করেন সম্মেলনের দপ্তর বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের। ২২ অক্টোবর কাউন্সিল শুরুর দিন অনুষ্ঠানে যোগ দেবেন ১৫ টি দেশের সরকার ও রাজনৈতিক দলের প্রতিনিধি । দুই’শ নারী সদস্য সহ থাকবেন ২ হাজার স্বেচ্ছাসেবক । এবার সম্মেলনে নতুন মাত্রা যোগ করতে সমাবেশ স্থলের পাশাপাশি প্রতিদিনই ধানমণ্ডি তিন নম্বরে কাউন্সিল উপলক্ষে বিভিন্ন উপ কমিটির বৈঠক চলছে ।