%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac

রাশিয়ার নভি উরেঙ্গয় শহরের বাইরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আজ শনিবার হতাহতের খবর জানায় রাশিয়ার একটি তদন্ত কমিটি। এক বিবৃতিতে তদন্তকারীরা জানান, এমআই-৮ হেলিকপ্টারটি ২২ যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিল। পথে বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই ১৯ যাত্রী নিহত হয়।

হেলিকপ্টারটি উত্তর-পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের ক্রাসনোয়ারস্ক শহর থেকে ইয়ামালো-নেনেতস্কি অঞ্চলের উরেঙ্গয় এলাকায় যাচ্ছিল। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয় জানায়, নভি উরেঙ্গয় শহরের ৮০ কিলোমিটার দূরে অবতরণের সময় একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে বলে তারা খবর পায়। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা বিধ্বস্ত হেলিকপ্টার থেকে তিনজনকে জীবিত উদ্ধার করে। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের নভি উরেঙ্গয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা তদন্ত কমিটি জানায়, নিরাপত্তাসংক্রান্ত নিয়ম না মানা, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে পারে।