gazipur-pic-03

গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সম্মেলনে শনিবার বিকেলে ভাংচুর করেছে ছাত্রলীগের একদল উচ্ছৃংখল নেতাকর্মী। এ ঘটনায় সম্মেলনের দ্বিতীয় পর্ব কমিটি ঘোষনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা জানায়, গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সম্মেলন শুরু হয় সকাল ১০টার দিকে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি। মহানগর মহিলা আওয়ামীলীগের আহবায়ক সেলিনা ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল এমপি, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন, দফতর সম্পাদক কামরুন নেছা মান্নান, সদস্য বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আশরাফুন নেছা মোশারাফ, প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুমু।

বিকেল তিনটার দিকে সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়। পরে দুপুরের খাবারের বিরতি দেয়া হয়। বিকেল চারটার দিকে দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর কথা। এর জন্য মঞ্চের প্রস্তুতি পর্ব চলছিল। এসময় মঞ্চে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীদের মঞ্চ খালি করার কথা বলা হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চত্যাগ করে। এর কিছুসময় পর একদল উচ্ছৃংখল কর্মী সম্মেলন স্থলে প্রবেশ করে চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, ব্যানার, ফেষ্টুন ব্যাপক ভাংচুর ও ক্ষতিসাধন করে। এসময় পুরো অডিটরিয়ামে আতংক সৃষ্টি হয়। মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা দিগবিদ্বিগ ছুটাছুটি করতে থাকে। অনেকে আতংকে সম্মেলন স্থল ত্যাগ করে রাস্তায় গিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ছুটে আসেন।

এ ব্যাপারে মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক কামরুন নেছা মান্নান জানান, প্রথম অধিবেশনের পর মহানগর আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার কথা ছিল। কারো পক্ষে প্রভাবিত হয়ে এ কমিটি ঘোষণা বানচাল করার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে। তিনি আরো জানান, এখন গাজীপুর মহানগর আওয়ামী মহিলালীগের কোন কমিটি নেই। ঢাকায় ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, সম্মেলনে হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আকম মোজাম্মেল হক বলেন, নারীদের জাগিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার নানা পদক্ষে গ্রহণ করেছে। আগে নারীদের কাজের কোন মূল্যায়ন ছিলনা। শেখ হাসিনা নারীদের কাজের মূল্যায়ন করেছেন। নারীরা তাদের যোগ্যতা বলে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে পুরুষের যেমন ভূমিকা রয়েছে তেমন নারীদের অবদানও কম নয়। নারীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নারীদের বিভিন্ন ভাতাও দিচ্ছে সরকার।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।