%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ আবু জাফর আহমেদ পুননির্বাচিত হয়েছেন। বেলা সাড়ে তিনটায় রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৪৩ সদস্যের নতুন কমিটির ঘোষণা করা হয়।গত ২৮ থেকে ৩১ অক্টোবর সিপিবির একাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপরই আজ এই কমিটি ঘোষণা করা হলো।

নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন হায়দার আকবর খান রনো, মোহাম্মদ শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাস অঞ্জন। আবু জাফর আহমেদ জানান, সোমবার কাউন্সিলে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হলেও মঙ্গলবার কেন্দ্রীয় কমিটি বসে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।নতুন কমিটির সভাপতিমণ্ডলীর দশটি পদের মধ্েয আটজনের নাম ঘোষণা হয়েছে। তাতে পুরনো কমিটির হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, কাজী সাজ্জাদ জহির চন্দন ও রফিকুজ্জামান লায়েক একই পদে আছেন।

পুরনো কমিটির সদস্য শাহীন রহমান, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন এবার সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন। কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা করা হয়েছে সিপিবির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান, সহিদুল্লাহ চৌধুরী, জসিমউদ্দিন মণ্ডল, শাহাদাত হোসেনকে। সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন শাহ আলম। এতে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিন্দা জানানো। বুধবার সিপিবির পক্ষ থেকে পাঁচজনের একটি দল সেখানে যাবে। এ ছাড়া বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।আগের কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান,সহিদুল্লাহ চৌধুরী, জসিমউদ্দিন মণ্ডল ও শাহাদাৎ হোসেন এবারও একই দায়িত্বে রয়েছেন।ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গত শুক্রবার সিপিবির সংগ্রেসের সূচনা হয়। পরদিন মহানগর নাট্যমঞ্চে বসে বাম সংগঠনটির কাউন্সিল অধিবেশন, যা সোমবার রাত পর্যন্ত চলে।২০১২ সালে সিপিবির দশম কংগ্রেসে মনজুরুল আহসান খানের বদলে সভাপতির দায়িত্বে আনা হয় আগের কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমকে। তার সঙ্গে নতুন সাধারণ সম্পাদক হিসেবে আসেন সৈয়দ আবু জাফর আহমেদ।তাদের দুজনই আগামী চার বছর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেবেন।