আমি বাঙালি ,বাড়ি বাংলাদেশ

পৃথিবীতে এসে প্রথম সে বাতাসে নিশ্বাস নিয়েছি
সে বাতাস আমার , যে মাটিতে আমার নাড়ি পোতা
সে মাটি আমার , দিনে দিনে আমাকে যে ¯েœহ দিয়ে
বড় করেছে সে দেশ আমার  বাংলাদেশ।
যে মাটিতে বারবার আচাড় খেয়ে হাঁটতে শিখেছি
বাবার হাত ধরে মেলায় গেছি
সবুজ ধানের খেতে নিড়ানি দিতে দিতে
গলা ছেড়ে গান গেয়েছি
গমের খেতে আইল কাটতে কাটতে
ঘামে ভিজে গেছে গামছা
দাদা ঘুমিয়ে আছে যে মাটিতে
সে মাটি আমার – আমার বাংলাদেশ।
সংখ্যাগুরু সংখ্যালঘু আবার কি?
আমার একটা মাত্র পরিচয় আমি বাঙালি,
বাড়ি বাংলাদেশ।

মুস্তাক মুহাম্মদ