রাষ্ট্র তুমি…..

রাষ্ট্র তুমি দিব্যি আছো;
ধর্ম আছে, বর্ণ আছে,
ফুটফুটে এক শাপলা আছে,
ভাবছো তুমি তাদের নিয়ে বেশ আছো।
তিন মাসে ৪৬টি ধর্ষণ হলে,
ধর্ষণের পর হত্যা হলে,
নির্যাতিতার ন্যায্য বিচার ঝুলতে ঝুলতে শুকিয়ে গেলে বুঝতে পারি—
তুমি বড্ডো লায়েক আছো;
‘রাজ’ করা তুমি ভালোই বোঝো,
‘নীতি’র মাথায় কাঁঠাল ভাঙো।
রাষ্ট্র তুমি সিরাম জ্ঞানী,
লাগাম ছাড়া মেধা তোমার;
উৎসব ভাতা গছিয়ে দিয়ে,
সান্ধ্য আইনে চক্ষু রাঙাও।
তোমার যারা বহন বাহন,
তোমায় বোঝা বইছে রোজ;
তারাই তনুর ভাই-বোনেরা—
চাইছে বিচার, বিচার হোক।
রাষ্ট্র তুমি যা-ই বলো,
গিলছে দেখো জনগণ
দেখতে তারা যেমন তেমন,
ভেতরেতে আগুন-মন।
যেমন খুশি করছো তুমি,
মর্জি মতো, তোমার খেয়াল
মাথায় রেখো এই জনগণ
জাতে কিন্তু খাস লাঠিয়াল।

জাহিদ শরীফ নাসিম।