ttt

আজ শহীদ ডাঃ শামছুল আলম খান মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিঝরা উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের লেলিয়ে দেয়া গুপ্ত ঘাতক বাহিনীর গুলিতে নির্মমভাবে তিনি নিহত হন। শহীদ ডাঃ মিলনের রক্তের সিঁড়ি বেয়ে স্বৈরাচারবিরোধী গণআন্দোলন বেগবান হয় এবং মর্মান্তিক এই ঘটনার মাত্র ১০ দিনের মাথায় ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরশাসকের পতন হয়। দেশ যাত্রা শুরু করে গণতান্ত্রিক ধারায়। ডাঃ শামসুল আলম খান মিলন ছিলেন সামরিক স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের একজন দক্ষ সংগঠক, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিক্যাল কলেজের একজন শিক্ষক। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজ সকাল ৮.৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ চত্তরে শহীদ ডাঃ মিলন এর কবরে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাঃ বদিউল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, শ্যামল কুমার রায়, রফিকুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিন শাখার ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন মনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, এনামুল হক আরমান, মোরসালিন আহম্মেদ, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ঢাকা মহানগর উত্তর শাখার তাসভীরুল হক অনু প্রমুখ।