%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2

বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।একশ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করা হয়।

পরে বিচারক শাহাদাত হোসেন তাদের বিরুদ্ধে সমন পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার খোরশেদ জামান জানিয়েছেন।মামলার আর্জিতে বলা হয়, গত ১৩ নভেম্বর ঢাকা ক্লাবের মিডিয়া ইউনিটের এক সভায় মিডিয়া নীতিমালা ও বিজ্ঞাপণ নীতিমালা বিষয়ে ফরিদুর রেজা সাগরকে কটাক্ষ করে তাকে ‘সাংস্কৃতিক রাজাকার’ বলেন এটিএনের মাহফুজুর রহমান।

ওই অনুষ্ঠানে সাগরকে নিয়ে একাত্তর টেলিভিশিনের মোজাম্মেল বাবুও মানহানিকর বক্তব্য দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে সাগরের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান। সেরেস্তাদার খোরশেদ জানিয়েছেন, আগামী বছরের ৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে।আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, পরবর্তী শুনানির দিন সমনের জবাব দেওয়ার জন্য তারিখ দেওয়া হতে পারে।