বরগুনার পাথরঘাটার বিশখালী নদীতে অভিযান চালিয়ে ৫টি ট্রলারে ৬০ মন জাটকাসহ ১৮ জেলেকে আটক করেছে পুলিশ।এসময় ট্রলারে থাকা জেলেদের পাথরঘাটা উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী মেজিষ্ট্রেটের কাছে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলেদের প্রত্যেককে ১ মাসের জেল দেয়া হয়েছে।গতকাল রোববার রাত সাড়ে বারটার সময় বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সহযোগিতায় ট্রলার গুলি বিশখালী সাগর মোহনা থেকে আটক করা হয়।বিষয়টি পাথরঘাটা উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী মেজিষ্ট্রেট ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।তিনি সাংবাদিকদের জানিয়েছেন, জাটকা ইলিশ মাছ গুলো বিভিন্ন এতিমখানায় দিয়ে অন্যান্য মাছসহ ট্রলারগুলি প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।সাজাপ্রাপ্ত জেলেরা হলেন,আলআমিন,মো. বাদল গাজী, আলমগীর গাজী,সেন্টু ফরাজী,আ. রহিম ফরাজী,শাহিন ফরাজী,মো.বাবুল মিয়া,আনোয়ার হোসেন,মো.নান্টু হাওলাদার,মো.ফারুক হাওলাদার,মো.দুলাল খান,মো.কুট্টি হাওলাদার, শহিদুল ইসলাম,আ.জলিল,মো.হেমায়েত খান ও মো.দেলোয়ার হোসেন।এসব জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলা ও পটুয়াখালীর কলাপাড়া এলাকায়।##

খোকন কর্মকার, পাথরঘাটা প্রতিনিধি