৫জানুয়ারি নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে দেশব্যাপী কালো পতাকা মিছিল ও কালো ব্যাচ ধারণ করবে বিএনপি। একই কারণে ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি।বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব তথ্য জানান।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে থাকে। ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে ২০১৫ সালের জানুয়ারিতে কঠোর কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর কয়েক দিন আগে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরোধ করে রাখা হয়। এরপরই বিএনপি লাগাতার অবরোধের ডাক দেয়। ওই সময় জ¦ালাও-পোড়াওয়ে দেশব্যাপী অনেক লোক নিহত হন। ওই অবরোধ এখনো আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়নি।৫ জানুয়ারির নির্বাচনে দ্বিতীয় বছর ২০১৬ সালেও সমাবেশ করেছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা ব্যতিরেকে সারাদেশে জেলা-উপজেলায় কালো পতাকা মিছিল এবং কালো ব্যাজ ধারণ করবে নেতাকর্মীরা।এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৭ জানুয়ারি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের জন্য আমরা ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি এবং প্রক্রিয়া শুরু করেছি।

নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে খালেদা জিয়ার দল বিএনপি ও তার শরিকরা। ওই নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ।গতবছর নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস এবং আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের ঘোষণা দিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দিলে তৈরি হয় উত্তেজনা। পুলিশ ঢাকায় ১৪৪ ধারা জারি করে সমাবেশের পথ বন্ধ করে দিলে খালেদা টানা অবরোধের ঘোষণা দেন।

এরপর তিনমাসে নজিরবিহীন সহিংসতা ও নাশকতায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়, যার পেছনে বিএনপিকেই দায়ী করে আসছেন আওয়ামী লীগের নেতারা।দশম সংসদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ বছর দলের নয়া পল্টন কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া।আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন রিজভী।

তিনি বলেন, আমরা এহেন গ্রেপ্তার ও নির্যাতনের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করছি। একই সঙ্গে পোশাক শিল্প মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন বৃদ্ধির যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।উচ্চ আদালতে রিট আবেদনের পরও বেআইনিভাবে’ জেলা পরিষদ নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী।এই নির্বাচন একতরফা ও সংবিধানের পরিপন্থি। আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে প্রতিটি নির্বাচন প্রত্যক্ষ ভোটে হতে হবে। জেলা পরিষদের যে নির্বাচনটি হচ্ছে, এটি পরোক্ষ ভোট। আইয়ুব খানের সময়ে পরোক্ষ ভোটের মাধ্যমে পার্লামেন্ট ও রাষ্ট্রপতি নির্বাচন করেছেন যাকে বলা হতো মৌলিক গণতন্ত্র।

শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে আইয়ুব খানকে অনুসরণ করেন। তার যে স্বৈরাচারী নীতি, তিনি নিজেও স্বৈরাচার। আইয়ুব খান বিরোধী দল সহ্য করতেন না, শেখ হাসিনাও বিরোধী দল সহ্য করেন না। একতরফা নির্বাচন করতে চান। এখন তিনি আইয়ুব খানের সেই মডেল অনুসরণ করেই জেলা পরিষদ নির্বাচন করছেন।সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।