ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত পীরগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রংপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে ৩-১ গোলে হারিয়েছে গাইবান্ধা খেলোয়াড় কল্যাণ সমিতি।

পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ পৌরমেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকসহ আরও অনেকে। পরে বিজয়ী দলের মাঝে গোল্ডকাপ ট্রফি তুলে দেওয়া হয়।

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি