আজ ১৯ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার সকাল ১১ টায় কারওয়ান বাজারের একুশে টিভি ভবনের সামনে থেকে গণসংহতি আন্দোলনের উদ্যোগে রামপাল চুক্তি বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আহুত ২৬ জানুয়ারির হরতাল সফলে কারওয়ান বাজার এলাকায় হরতালের সমর্থনে প্রচারপত্র বিলি ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংযোগ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পুসহ ঢাকা কমিটির নেতৃবৃন্দ।

গণসংযোগকালে জননেতা জোনায়েদ সাকি সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন, ২৬ জানুয়ারির হরতাল কোন দল বা ব্যক্তির স্বার্থে নয়, এই হরতাল জাতীয় স্বার্থে-মানুষের স্বার্থে। সুন্দরবনধ্বংসী রামপাল চুক্তি ঠেকাতে হরতালের দিন প্রত্যেকেই অফিসে কর্মবিরতি পালন করুন, দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখুন।

জননেতা জোনায়েদ সাকি বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বহু বিকল্প আছে কিন্ত্র সুন্দরবনের কোন বিকল্প নেই। ভারতের বাতিল প্রকল্প বাংলাদেশে চালু করা মানে সেটা জাতীয় সার্বভৌমত্বের অমর্যাদা। সুতরাং সুন্দরবন রক্ষার আন্দোলন কেবল প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনই নয় এটি একই সাথে দেশের আত্মমর্যাদা রক্ষার প্রশ্ন।