পাবনার আটঘরিয়াতে দূর্বৃত্তদের গুলিতে ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ একটি প্রাইভেট কার উদ্ধার ও কারের ভিতর থেকে গুলিসহ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আহত পুলিশ কর্মকর্তারা হচ্ছেন এসআই মনির ও এসআই তোফাজ্জল হোসেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষে শাখা) শামীমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল ১১টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় আটঘরিয়া থানা পুলিশ আসামী ধরতে যায়। ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে পুলিশ পৌঁছামাত্র একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ হয়। এসময় পুলিশ প্রাইভেট কারে থাকা মানুষদের চ্যালেঞ্জ করে। সাথে সাথে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি করে। এতে এসআই মনির ও এসআই তোফাজ্জল হোসেন আহত হন। পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে প্রাইভেট কার ফেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেট কারটি আটক করেছে এবং কারের ভিতর থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আহত ২ পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষনিক ভাবে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে এসআই মনিরের অবস্থার অবনতি ঘটায় তাকে রাজশাহী মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, প্রাইভেট কারের ভিতর থেকে ৩টি রিভলবার, ১টি শার্টার গান, একটি পিস্তল, ১টি চাপাতি, ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে।