ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সরকারি জমি ইজারা দেয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায়, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহেনুর এ জামিন মঞ্জুর করেন। এর আগে, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি ইজারা দেয়ার অভিযোগে, ২০০৭ সালের ২২ নভেম্বর তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।