রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ১২ পাউন্ড ওজনের সাপের বিষ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মো. সোলায়মান আজাদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ধানমন্ডি থানার ওসি মো. আবদুল লতিফ জানান, মঙ্গলবার রাতে ধানমন্ডি এলাকার ৮নং রোডের ৭২ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১২ পাউন্ড ওজনের ওই বিষসহ একজনকে গ্রেফতার করা হয়। ওই বিষের বাজার মূল্য ৪৫ কোটি টাকা। সাধারণত ওষুধ ও গবেষণায় সাপের বিষ ব্যবহার হয়ে থাকে। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।অনেক সময় বেআইনিভাবে বিরল প্রজাতির সাপ ধরে বিষ সংগ্রহ করে হত্যা করা হয়। এসব বিষ কালোবাজারে বিক্রি করা হয়। অনেক সময় শুল্ক ফাঁকি দিতে বিদেশ থেকে আমদানি করা সাপের বিষ অবৈধভাবে বাংলাদেশে আনা হয় বলে অভিযোগ রয়েছে।