কলাপাড়ায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো জোছনা উৎসব।খ্যাতিমান কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অনবদ্য সঙ্গীতের ‘ঘর ছাড়িয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই’ লাইনটি ছিল জোছনা উৎসবের প্রতিপাদ্য। কলাপাড়ার ট্রাভেলার্স ক্লাব রবিবার রাতে এ উৎসবের আয়োজন করে। দোল পূর্ণিমার এ তিথিকে এ উৎসবের মধ্য দিয়ে স্মরনীয় করে রাখেন আয়োজকরা।

কলাপাড়া লঞ্চ ঘাট থেকে নৌ-যাত্রার মধ্য দিয়ে শুরু হয় জোছনা উৎসবের। ছয় ঘন্টার নৌ-যাত্রা আন্ধারমানিক, সোনাতলা নদী অতিক্রম করে আবার আন্ধারমানিকের পুবের অংশ ঘুরে কলাপাড়া শহরে ফিরে আসে। নৌ-যাত্রার সময় লঞ্চে তৈরি করা মঞ্চে জোছনার গান, পুঁথি পাঠ, কবিতা আবৃত্তি, কৌতুক পরিবেশিত হয়। কলাপাড়ার উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, সংবাদকর্মী, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের শতাধিক ব্যক্তি বর্গ এ উৎসবে অংশ নেয়।

জোছনা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি। এ সময় তিনি বলেন, কলাপাড়া আজ দেশের মধ্যে একটি উন্নত জনপদ। এ জনপদকে ঘিরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। পর্যটনেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। কুয়াকাটা, গঙ্গামতি, সোনারচর, ফাতরার চরের বন-বনানী, বঙ্গোপসাগরের বিশাল জলরাশি দেশ-বিদেশী পর্যটকদের প্রতিনিয়ত আকৃষ্ট করে। জোছনা উৎসবের মতো এমন আয়োজন পর্যটনকে যেমন সমৃদ্ধ করবে, তেমনি কলাপাড়া-কুয়াকাটার সৌন্দর্য্য উপভোগ করতে আরও বেশি সংখ্যক পর্যটকের আগমন ঘটবে।

এরপর শুরু হয় জোছনা উৎসবের বিনোদনমূলক আয়োজন। নিজের লেখা কবিতা আবৃতি করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সংবাদকর্মী নেছারউদ্দিন আহমেদ টিপু, আমীরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ সূজা উদ্দিন প্রমুখ। জোছনার গান ও পুঁথি পাঠ করেন শিল্পী মোস্তফা জামান সুজন। এ ছাড়া পল্লী গীতি, ভাওয়াইয়া ও আধুনিক গান পরিবেশন করেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ, বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান মো. আখতাউর রহমান হারুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. মতিয়ার রহমান, সংবাদকর্মী জসিম পারভেজ, শিল্পী সাগর রায়, দলিল উদ্দিন বয়াতি, রুবিনা ইসলাম প্রমুখ। কৌতুক পরিবেশন করে সবাইকে আনন্দে উদ্বেলিত করেন সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস।সমাপনী বক্তব্য রাখেন ট্রাভেলার্স ক্লাবের সভাপতি মাঈন উদ্দীন আহমেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুরিস্ট গাইড বিডি’র নির্বাহী পরিচালক এস এম মাকসুদুল ইসলাম মাসুম।