লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আবারো তিস্তা নদীতে ৫০ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেলে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প এলাকায় জেলেদের জালে মাছটি আটকা পড়ে। জানা গেছে, ঐ উপজেলার তিস্তা ব্যারাজের সেচ প্রকল্প এলাকায় জেলে জেলে কাশেম আলী জালে বাঘা আইড় মাছটি ধরা পড়ে। পরে জেলেরা স্থানীয় সাধুরবাজারে মাছটি নিয়ে এলে স্থানীয়রা মাছটি কেটে কেজি প্রতি কিনে নেওয়ার জন্য ভির জমায়। এসময় জেলেরা মাছটি কেটে প্রতিকেজি ১ হাজার টাকা দরে ৫০ হাজার টাকা বিক্রয় করেন।

তিস্তা পারের জেলে কাশেম আলী জানান, বাঘা আইড় মাছটি আমাদের জালে থড়া পড়ে। মাছটি সাধুর বাজারে কেটে স্থানীয়দের মাঝে বিক্রয় করছি। এর আগেও ১৮ মার্চ ঐ এলাকায় জেলে আবু সাইদের জালে ৩২ কেজি ওজনের এক বাঘা আইড় মাছ আটকা পড়লে তিনি সেটি রংপুরে নিয়ে গিয়ে বিক্রি করেন।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি