সাকিব আল হাসানকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবার চেয়ে বেশি উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন মাশরাফি মর্তুজা। রঙিন পোশাকে বাংলাদেশের হয়ে মাশরাফি ২২৪ উইকেট নিয়েছেন। অন্যদিকে সাকিবের উইকেট ২২১টি। তবে ওয়ানডেতে মাশরাফির উইকেট ২২৫টি। এশিয়া একাদশের হয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম্যাচটি ওয়ানডে ফরম্যাটের হওয়ার কারণেই মাশরাফির ঝুলিতে আরও একটি উইকেট যুক্ত হয়েছে।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সাকিব ও মাশরাফির উইকেট ছিল সমান ২২১টি। সাকিবের উইকেটখরার দিনে শনিবার গুনারত্নকে ফিরিয়ে বাংলাদেশের শীর্ষ উইকেটশিকারি হলেন মাশরাফি। এর পর আরও দুই উইকেট নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যান বাংলাদেশের অধিনায়ক। সবমিলিয়ে ৬৫ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই পেসার।

মাশরাফি ও সাকিবের পর বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ২০৭ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। এরপর ১১৯ উইকেট নিয়ে চারে মোহাম্মদ রফিক এবং ৮৮ উইকেট নিয়ে রুবেল হোসেন পঞ্চম স্থানে অবস্থান করছেন।