টেকনাফ উপজেলায় এক পানের বরজ থেকে চার বস্তা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে ১২ লাখ ১০ হাজারের মতো ইয়াবা ট্যাবলেট ছিল।বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া-কুড়েরমুখ-সংলগ্ন এলাকার পানের একটি বরজ থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে টেকনাফ ২ বিজিবি।বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. আবুজার আল জাহিদ বলেন, মায়ানমার হতে ইয়াবার একটি চালান টেকনাফের পশ্চিম দিকের বঙ্গোপসাগর দিয়ে কচুবনিয়া হয়ে আসছে এমন খবর পেয়ে বিজিবির বিশেষ টিম অভিযানে যায়। টহলদল কচুবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বস্থ একটি পানের বরজের বেড়ার পার্শ্বে খড় এবং লতাপাতা দিয়ে অভিনব কৌশলে লুকানো অবস্থায় চারটি বস্তা দেখতে পায়। পরে জব্দ ইয়াবা গণনা করে ১২ লাখ ১০ হাজার বড়ি পাওয়া যায়।