চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় র‌্যাব সদস্যরা জঙ্গি নেতা আবদুল আলিমকে গ্রেফতার করেছে। শনিবার ভোর সাড়ে ৫টায় ঝিনাইদহের হাটগোপালপুর থেকে তাকে আটক করা হয়। দুপুরে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে আসামীকে হাজির করা হলে বিচারক আবদুল হালিমেক জেল হাজতে পাঠানোর আদেশ দেন। র‌্যাব-৬ এর সহকারি পরিচালক এএসপি গোলাম মোর্শেদ দুপুরে আদালত চত্বরে সংবাদ সন্মেলনে জানান, জঙ্গি আবদুল আলিম হরকাতুল জিহাদের ঝিনাইদহ সদর থানার গোপন শাখার আমির ও আঞ্চলিক নেতা হিসাবে দায়িত্ব পালন করে আসছিল।

সে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার অভয়তলা গ্রামের আজিজুলের ছেলে। চুয়াডাঙ্গা দামড়হুদা থানার সন্ত্রাস বিরোধি আইন ২০০৯ এর ৯(২)/১২ মামলায় জঙ্গি আবদুল আলিম পলাতক আসামি ছিল। দীর্ঘদিন র‌্যাব সদস্যরা তাকে খুঁজছিল।