সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে জানিয়ে প্রতিবেদন দিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।বৃহস্পতিবার দুপুরে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন তদন্ত দলের প্রধান সিনিয়র সহকারী জজ তাসলিমা শারমিন।ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সঞ্জীবন চক্রবর্তী পার্থ, একই বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী সাজ্জাদ রিয়াদ ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী মাহমুদুল হক রুদ্রের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের পিপি আব্দুল মালেক।গত ১২ এপ্রিল ওই ছাত্রীর মা বাদী হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৭/৮ জনকে আসামি করে আদালতে মামলা করেন। বিচারক মোহিতুল হক মামলা আমলে নিয়ে বিষয়টির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।মামলায় উপরোক্ত তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।

এজাহারের বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী মশরুর চৌধুরী শওকত বলেন, গত ৮ এপ্রিল বিকালে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়া ওই ছাত্রী তার ফুফাত ভাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যান।শহীদ মিনার এলাকায় কয়েকজন ছাত্রলীগকর্মী তাকে উত্ত্যক্ত করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক এর প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালান আসামিরা।এ হামলায় আহত হন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি নাবিউল আলম দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস।এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।