আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের উত্তরাঞ্চলীয় জেলা কালা-ই-জালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তুমুল লড়াই চলছে। শনিবার স্থানীয় এক কর্মকর্তা হাজী মোহাম্মদ হাসান একথা জানান। খবর সিনহুয়া’র। তালেবান জঙ্গিরা তাজিকিস্তান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এই জেলাটি কৌশলগত কারণে দখলের জোর চেষ্টা চালাচ্ছে। মোহাম্মদ হাসান বলেন, তালেবান জঙ্গিরা শুক্রবার সকালে হামলা চালায় এবং বিদ্রোহীরা চেকপয়েন্টের কিছু নিরাপত্তা কর্মীকে বন্দী করে। দুইপক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি।